• Homepage
  • >
  • রাজনীতি
  • >
  • র‌্যাব-পুলিশ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লজ্জার: মির্জা ফখরুল

র‌্যাব-পুলিশ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লজ্জার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে  শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। 

মহাসচিব বলেন, আমরা এতদিন ধরে বলে আসছি, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে। আজকে প্রমাণিত হয়েছে। তবে আমরা দেখতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে।

মির্জা ফখরুলের মতে, ‘এটা আমাদের জন্য লজ্জা। সুতরাং জনগণের কাছে এর জবাব তো দিতেই হবে।’ এ দেশের জনগণ বিশ্বাস করে, বিএনপির যে রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পতাকা তুলে ধরেছেন তা বাংলাদেশের জনগণের রাজনীতি। মানুষ বিএনপিকে ভালোবাসে একটিমাত্র কারণে; বিএনপি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে। বিএনপি দেশের গণতন্ত্রের কথা বলে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin