• Homepage
  • >
  • মিডিয়া
  • >
  • লিলি চক্রবর্তী করোনায় আক্রান্ত, বয়স নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক

লিলি চক্রবর্তী করোনায় আক্রান্ত, বয়স নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক

অভিনেত্রী লিলি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
অভিনেত্রী লিলি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। করোনায় আক্রান্ত হলেও তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। ফলে হোম আইসোলেশনেই আছেন বর্ষীয়ান অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ সময় পর কাজে ফিরে ‘বৃদ্ধাশ্রম টু’-এর শুটিং শুরু করছিলেন তিনি। শনিবার সকালে হঠাৎ তার জ্বর আসে। জ্বরের পরিমাণ প্রায় ১০১ ডিগ্রি হয়ে গেলে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। এরপর সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে তেমন কোনো সমস্যা না থাকায় এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন ৭৯ বছর বয়সী অভিনেত্রী। তার শারীরিক অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন পরিবারের সদস্যরা। বয়স বেশি হওয়াটাই চিকিৎসকদের উদ্বেগের একমাত্র কারণ, না হলে লিলি চক্রবর্তীর শরীরে তেমন কোনও শারীরিক জটিলতটা নেই।

১৯৫৮ সালে চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসাবে পা রাখেন লিলি চক্রবর্তী। ‘ভানু পেলো লটারি’ তার প্রথম ছবি। দেওয়া নেওয়া, জনঅরণ‍্য, দুই পুরুষ, কলঙ্কিনী কঙ্কাবতীর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে লিলি চক্রবর্তীকে।

৭৯ বছর বয়সেও দিব‍্যি অভিনয় করে চলেছেন লিলি চক্রবর্তী। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সঙ্গে ‘পোস্তো’, ‘সাঁঝবাতি’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘রাজকাহিনীর’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘বৃদ্ধাশ্রম ২’ এর শুটিং করছেন লিলি চক্রবর্তী।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin