সবার আগে বলিউডে যোগ্যতার বিচার

অপু বিশ্বাস -ফাইল ছবি
অপু বিশ্বাস -ফাইল ছবি

স্বজনপ্রীতি নিয়ে বলিউডে উত্তপ্ততা কমেছে অনেকটা। করোনা মহামারি বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ থাকলেও উত্তাল পরিবেশ ছিল এখানে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বিভিন্ন ইস্যুতে উত্তাল ছিল বলিউড। ইন্ডাস্ট্রি এমনটা সমালোচনার মধ্য দিয়ে আগে যায়নি। একদিকে যেমন মাদক নিয়ে চলছে বিতর্ক, অন্যদিকে স্বজনপ্রীতি নিয়ে তুমুল ঝড় চলে বলিউড তারকাদের মধ্যে। কঙ্গনা রানওয়াতের কারণেই এই ইস্যু এত বড় আকার ধারণ করে। তবে এ নিয়ে কথা বলেছেন বলিউডের অনেকে। দুভাগে চলে এই বিতর্ক।

সম্প্রতি এক সাক্ষাত্কারে জ্যাকুলিন এই প্রসঙ্গ নিয়ে কথা উঠলে তিনি বলেন, ‘স্বজনপ্রীতি বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারণ এটি ইন্ডাস্ট্রিতে স্বাভাবিকভাবে চলমান। শুধু বলিউড কেন! যেকোনো জায়গায় এই বিষয়টি হয়ে আসছে। হ্যাঁ, বলিউডে পরিবারের সূত্র ধরে অনেকেই কাজ করেছেন, করছেন। এমনকি সামনেও কিন্তু করবেন। এটিকে কোনো সংবিধানের মধ্যে নিয়ে আসার সুযোগ নেই এবং সেটি উচিতও হবে না। কিন্তু একটি বিষয়, স্বজনপ্রীতি হোক বা বাইরে থেকে আসুক যোগ্যতা না থাকলে কেউ কিন্তু টিকতে পারে না। বলিউডে যোগ্যতার বিচার সবার আগে। সেটির প্রমাণ আমিসহ আরো অনেকে।’

জ্যাকুলিন চলতি সময়ে ডালহৌসিপাড়ি দিয়েছেন তার আগামী ছবি ‘ভূতপুলিশ’ সিনেমার শুটিং করতে। ছবির কাজ শুরু করতে পেরে তিনি বেশ আনন্দিত। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সেকথা লিখেছেন ছবির ক্যাপশনে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin