সিএআইআর ম্যাক্রোর কড়া নিন্দায়

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দেওয়া আল্টিমেটামের কড়া নিন্দা জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) নামের এক বিখ্যাত আইনি সহায়তা প্রতিষ্ঠান।

প্রেসিডেন্ট ম্যাক্রো গত বুধবার ‘প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদ’ মেনে নেয়ার জন্য দেশটির মুসলিম নেতাদের শীর্ষ সংগঠন ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথকে (সিএফসিএম) ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন।

এর তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে সিএআইআর’র পরিচালক নিহাদ আওয়াদ বলেন, মুসলমানরা বা অন্যান্য সংখ্যালঘুরা তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা কীভাবে করে তা ফ্রান্স সরকারের বলার কোন অধিকার নেই।

এছাড়া সিএআইআর’র পক্ষ থেকে আমেরিকার মুসলিমদের ফ্রান্স সফরে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin