• Homepage
  • >
  • সারাদেশ
  • >
  • সুনামগঞ্জে বাড়িতে থেকেই সাজা ভোগ করবে ১৪ কিশোর!

সুনামগঞ্জে বাড়িতে থেকেই সাজা ভোগ করবে ১৪ কিশোর!

ফাইল ছবি

সুনামগঞ্জে বখাটেপনা ও মাদক গ্রহণের মতো অপরাধে জড়িত ১৪ শিশুকে ব্যতিক্রমী এক সাজা দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এদের কিশোর সংশোধনাগারে না পাঠিয়ে প্রবেশনে নিজ বাড়িতে থেকেই সাজা ভোগ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ১০টি পৃথক মামলায় একসঙ্গে দেওয়া এক রায়ে তাদের এই শাস্তি নির্ধারণ করেন বিচারক।

সাজাপ্রাপ্ত শিশুদের অপরাধের মধ্যে রয়েছে—পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে টাকা গ্রহণ। মোবাইল ফোনের মাধ্যমে ছবি ভিকটিমের ছবির সঙ্গে সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশ। পুলিশকে গ্রেফতারি পরোয়ানা তামিলে বাঁধা প্রদান ও আসামি পলায়নে সহায়তা, শ্লীলতাহানি, দায়বদ্ধভাবে লাঠি দিয়ে মারপিট করার অপরাধ, মাদক রাখার অপরাধ এবং জুয়া খেলার অপরাধ।

মামলার পর্যালোচনা ও শুনানি শেষে বুধবার আদালত একসঙ্গে দেওয়া রায়ে অপরাধে জড়িত ১৪ শিশুকে বাড়িতে থেকে সাজা ভোগ করার আদেশ দেন। শাস্তি ভোগ করার সময় তাদের পর্যবেক্ষণে রাখবেন প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। প্রবেশন কর্মকর্তা বলেন, আদালতের উদ্দেশ্য হচ্ছে, শিশুদের কারাগারে না দিয়ে প্রবেশনের সময় পারিবারিক বন্ধনে রেখে শিশুদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা।

নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, আদেশে আদালত বলেছেন, প্রবেশনের সময় অপরাধে জড়িত শিশুরা বাবা-মার আদেশ নির্দেশ মেনে চলা ও বাবা-মার সেবা-যত্ন করতে হবে। ধর্মীয় অনুশাসন মানা ও ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো ও পরিচর্যা করতে হবে। অসত্ সঙ্গ ত্যাগ ও মাদক থেকে দূরে থাকতে হবে। ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে জড়াতে পারবে না।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin