সু চি এখন কোথায়?

অং সান সু চি। ছবি: সংগৃহীত
অং সান সু চি। ছবি: সংগৃহীত

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিসহ তাদের দলের নেতাদের গ্রেফতার করা হয়। কিন্তু এখন পর্যন্ত জানা যায় নি গ্রেফতারের পর তারা কোথায় আছেন।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অং সান সু তাদের বাড়িতে বন্দি অবস্থায় আছেন।

সু চির দলের এক এমপি বলেছেন, আমাদের দুশ্চিন্তা না করতে বলা হয়েছে। তবে আমরা চিন্তিত। তাদের বাড়িতে থাকার ছবি যদি আমরা দেখতে পেতাম তাহলে স্বস্তি পেতাম।

তবে সু চির অবস্থান নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নেতা অং সান সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

তবে আজ মঙ্গলবার দেশটির বৃহত্তম শহর ইয়াংগুনের রাস্তায় রাস্তায় অতিরিক্ত নিরাপত্তারও দেখা যায়নি। এর অর্থ তেমন কোন গণবিক্ষোভ না থাকায় সামরিক বাহিনী এক ধরণের স্বস্তিদায়ক অবস্থার মধ্যেই রয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin