• Homepage
  • >
  • প্রযুক্তি
  • >
  • অনলাইনে আকামা নবায়নের সুযোগ পেলেন কুয়েত প্রবাসীরা

অনলাইনে আকামা নবায়নের সুযোগ পেলেন কুয়েত প্রবাসীরা

ছবি: সংগৃহীত

কুয়েতের বাহিরে থাকা প্রবাসীদের জন্য অনলাইন রেসিডেন্সি রিনিউ -এর কার্যকর রয়েছে। দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস শনিবার (১৫ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছে।  

দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য অনলাইন রেসিডেন্সি পুনর্নবীকরণ কার্যকর রয়েছে, আল-সেয়াসাহ দৈনিক একটি সিনিয়র নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন করেছে।  

সূত্রটি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্ট বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে ছয় মাস বা তার বেশি সময় ধরে দেশের বাইরে থাকা প্রবাসীদের রেসিডেন্সি বাতিলের ব্যবস্থা সক্রিয় করেনি।  

তিনি ব্যাখ্যা করেন, প্রবাসীরা ছয় মাসের বেশি দেশের বাইরে থাকতে পারেন, যদি তাদের বসবাসের বৈধতা থাকে এবং যখনই সম্ভব কোনো সমস্যা ছাড়াই ফিরে যেতে পারে। সম্প্রতি দেশটির  আকামা নবায়ন অফিসগুলোতে,করোনা মহামারী সংক্রমণ এর কারনে  আকামা টান্সফার বা হাউল সিস্টেম কিছুটা শিথিল করা হয়েছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin