• Homepage
  • >
  • সব খবর
  • >
  • নিউইয়র্কে আজীবন সম্মাননা পেলেন মৌসুমী

নিউইয়র্কে আজীবন সম্মাননা পেলেন মৌসুমী

মৌসুমীর হাতে অ্যাওেয়ার্ড তুলে দেন নূরুল আজিম। ছবি: নিহার সিদ্দিকী।

জার্নাল রিপোর্ট : এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক’র প্রতিভা বিকাশে জনপ্রিয় এনআরবি এ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল গত ৩ ডিসেম্বর রোববার। শিল্প-সাহিত্য, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের কল্যাণে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুম
কামরুজ্জামান বাবু ও শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।

অনুষ্ঠানে মৌসুমীর হাতে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম। এসময় মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা-মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, দিনে দিনে এনআরবি অ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। আমি এই আয়োজনের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।

নিউইয়র্কের এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী জারিন মাইশা, আলবান, ঋত্বিকা ব্যানার্জি, সাগ্নিক মজুমদার, নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, মিউজিশিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক, তারেক হাসান খান, ফারহানা খান মাসুদ রানা তপন (সানম্যান গ্লোবাল সার্ভিসেস), এএসএম উদ্দিন (অ্যাংকর ট্রাভেল), লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক কামরুজ্জামান বাবু, শারমিনা সিরাজ সোনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, ব্রডকাস্ট জার্নালিস্ট জলি আহমেদ, রিজওয়ানা এলভিস, হোম কেয়ার সার্ভিস মো. জামিল, কাজী লিটন, মো. খালেক, ড. শাহজাদী পারভীন (মা ফাউন্ডেশন), কমিউনিটি অ্যাক্টিভিস্টআহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী, মো. কাসেম, সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড) এনআরবি অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, আব্দুল আলিম, মো. সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রিদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার, ছাদেক শিবলী, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবীব, রাব্বি সৈয়দ, মনিকা রায়, মোস্তাকিম রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়া প্রমুখ।

এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দু কনা, কৃষ্ণা তিথি, নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমুদ, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ডা. কামরুল হকসহ একঝাঁক শিল্পী।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin