পুতুলের মাথা কেটে নেওয়ার ঘোষণা তালেবানের

ছবি: সংগৃহীত

শরিয়ার আইনের লঙ্ঘন হচ্ছে এমন বার্তা দিয়ে এবার নতুন নির্দেশনা দিল তালেবান। দেশটির হেরাত রাজ্যের কাপড়ের দোকানে রাখা সকল ম্যানিকুইন বা পুতুলের শিরশ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে তালেবান। আফগান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুটনিক। 

সম্প্রতি তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, পুতুলের ব্যবহার হচ্ছে শরিয়ার আইনের লঙ্ঘন। 

আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে নির্দেশ দিয়েছে হেরাতের সকল দোকান থেকে সব পুতুল সরিয়ে নিতে। কিন্তু ব্যবসায় ইতোমধ্যে খারাপ সময় যাচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ জানায়। এতে তালেবান নির্দেশনা দেয়, পুতুলগুলোর শিরশ্ছেদ করতে। 

দেশটির ইসলামিক কর্মকর্তারা এসব জিনিসকে ‘মূর্তি’ হিসেবে রায় দিয়েছে। মন্ত্রণালয়ের প্রধান শেখ আজিজ-উ-রহমান এই ঘোষণা দিয়েছেন। 

হেরাতের ব্যবসায়ীরা জানাচ্ছেন, পুতুলের শিরচ্ছেদ করা মানেও ব্যবসায়ীকভাবে ক্ষতি। 

আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর গাড়িতে গান শোনা, নারীদের একা একা দূরে যাওয়া, টিভিতে নারী উপস্থাপনের বোরকা ছাড়া উপস্থিতি নিষিদ্ধ করেছে। 

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin