দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা যুক্তরাষ্ট্রে

মিশিগানের ভোট কেন্দ্র্র। ছবি : বিবিসি
মিশিগানের ভোট কেন্দ্র্র। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সারা বিশ্বের ওপরই গভীর অভিঘাত তৈরি করতে পারে। কাজেই এটি যে বিশ্বের বিভিন্ন দেশের খবরের প্রধান শিরোনাম—তাতে অবাক হওয়ার কিছু নেই।

গতকাল রাশিয়ায় চ্যানেল ওয়ান টিভির সকালের অনুষ্ঠানে বলা হয়, এই নির্বাচন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।

আরেকটি চ্যানেল ‘রুশিয়া ২৪’ বলেছে, বিক্ষোভকারী আর লুটেরাদের কাছ থেকে রক্ষায় আমেরিকার সর্বত্র বিভিন্ন ভবন, দোকানপাটে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সিবিএস টিভিকে যে সাক্ষাত্কার দিয়েছেন, দেশটির ইংরেজি ভাষার টিভি চ্যানেল প্রেস টিভি সে বিষয়ে একটি খবর প্রচার করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ বন্ধ করে, তাহলে হোয়াইট হাউজে যিনিই থাকুন, পরিস্থিতি বদলে যাবে।

আরব গণমাধ্যমে এই নির্বাচনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। সৌদি আরবের আল আরাবিয়া টিভি বলেছে, অভূতপূর্বভাবে বিভক্ত এবং খুবই উত্তেজনাকর এক পরিবেশে এই নির্বাচন হচ্ছে, দাঙ্গা এবং বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের সরকারপন্থি গণমাধ্যমের খবরে মনে হচ্ছে যেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচনের পক্ষে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের বেশ উষ্ণ সম্পর্ক। তবে উদারপন্থি ‘কারার’ এবং জাতীয়তাবাদী ‘ইয়েনিক্যাগ’পত্রিকায় বলা হয়েছে, এই নির্বাচন হয়তো পুলিশ স্টেশনে গড়াতে পারে এবং প্রার্থীরা হয়তো ভোটের ফল নিয়ে আপত্তি জানাতে পারেন। খবর :বিবিসি।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin