দ. কোরীয় গান শোনা ও বিক্রির অভিযোগে ৭ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

স্বৈর শাসনের চরম উদাহরণ উত্তর কোরিয়া। দেশটিতে আইন বহির্ভুত কিছু করলেই ভোগ করতে হয় সর্বোচ্চ শাস্তি। এমনকি প্রতিবেশী দেশের গান শুনলেও পেতে হয় মৃত্যুদণ্ড। এমনই এক তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গান ও ভিডিও দেখার অপরাধে উত্তর কোরিয়ায় কমপক্ষে ৭ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নতুন এক রিপোর্টে সিউল-ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান ‘কে পপ’-এর ভিডিও দেখা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার অপরাধে কমপক্ষে ৭ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin