বিপজ্জনক শীতের শঙ্কায় বাইডেন

জো বাইডেন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। যুক্তরাষ্ট্রেও এই রোগীর সন্ধান পাওয়া গেছে। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে দেশটিতে। এমন অবস্থায় শীতকালে সংক্রমণের মাত্রা ও মৃত্যু বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক করে জো বাইডেন বলেন, ভাইরাসের নতুন এই ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যারা এখনও টিকা নেননি তাদের জন্য শীতকালেই ওমিক্রন ভ্যারিয়েন্টটি গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে।

যারা এখনও করোনার টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানান প্রেসিডেন্ট বাইডেন। একইসঙ্গে ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) চলমান করোনা মহামারি নিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন একথা বলেন।

বাইডেন বলেন, ‘যত সময় পার হবে, দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়বে ওমিক্রন। ভাইরাসের এই ধরনের বিরুদ্ধে প্রকৃত সুরক্ষা কেবল টিকা গ্রহণের মাধ্যমেই পাওয়া যেতে পারে। যদি এখনও করোনা টিকা না নেন, তবে এই শীতকাল গুরুতর অসুস্থতা ও মৃত্যুই ডেকে আনতে পারে।’

তিনি আরও বলেন, টিকা না নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে দ্রুতই ওমিকন ছড়িয়ে পড়বে। এতে করে হাসপাতালগুলোতে আবারও চাপ বৃদ্ধি পাবে। সেইসঙ্গে যারা দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ নেওয়া উচিত।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin