• Homepage
  • >
  • নিউইয়র্ক
  • >
  • নিউইয়র্কে অস্থায়ী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হচ্ছে

নিউইয়র্কে অস্থায়ী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হচ্ছে

জার্নাল রিপোর্ট : সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা নিউইয়র্কে অস্থায়ীভাবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করবে। সংগঠনটি ২৩ বছর ধরে নিউইয়র্কে পালন করে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এবার দুই যুগে পদার্পণের এই ঐতিহাসিক মুহূর্তে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হবে এই অস্থায়ী স্মৃতিসৌধ। আর এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবেন, শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা।
১৪ ডিসেম্বর পরিবার নিয়ে কিংবা সংগঠনিক ভাবে দলবদ্ধ হয়ে পুষ্পস্তবক রাখবেন শহীদ বেদিতে। প্রবাসের ধর্ম-বর্ণ, শ্রেণিপেশা নির্বিশেষে বিভিন্ন দল, সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করবেন ভয়াল ও নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনা। এ সময় বিউগলে বেজে উঠবে করুণ সুর।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরের এই কর্মসূচি ছাড়াও আগের দিন (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আবৃত্তি, সংগীত, নৃত্য এবং নাট্য ও চিত্রকলায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। এদিন শহীদ বুদ্ধিজীবীর সন্তানরাও থাকবেন ।

এ উপলক্ষে গেল ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে উডসাইডে এক্সপ্রেস প্রিন্টিংয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ সাম্মু, জাহেদ শরীফ, আবীর আলমগীর, গোপাল সান্যাল প্রমুখ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin