• Homepage
  • >
  • খেলা
  • >
  • নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব

নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাঁ উরুর পেশীতে টান পড়ায় ঢাকা টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। এবার আগামী মার্চে নিউজিল্যান্ড সফরেও এ বাঁহাতি অলরাউন্ডারকে পাবে না বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের দলে তাকে বিবেচনা না করার জন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি। নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছে ও (সাকিব)। তখন যুক্তরাষ্ট্রে সে তার স্ত্রীর পাশে থাকতে চায়। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।’ মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ দল।

গত বছর এপ্রিলে সাকিবের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। ২০২১ সালের প্রথম দিনেই স্ত্রী উম্মে আহমেদ শিশিরের তৃতীয়বার গর্ভধারণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। দুই কন্যার পর এখন তৃতীয় সন্তানের অপেক্ষায় এখন সাকিব-শিশির দম্পতি।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin