• Homepage
  • >
  • খেলা
  • >
  • স্পিনারদের দায়িত্ব নিতে হবে: মিরাজ

স্পিনারদের দায়িত্ব নিতে হবে: মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

একাদশে চার স্পিনার নিয়ে খেলার কৌশল সফলতার মুখ দেখেনি চট্টগ্রামে। অবশ্য চোটের কারণে দলের মূল স্পিনার সাকিব আল হাসান বোলিং করেছিলেন মাত্র ৬ ওভার। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা প্রথম ইনিংস সফল হলেও দ্বিতীয় ইনিংসে আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পারেননি।

চট্টগ্রামে ব্যর্থ হলেও উইন্ডিজ ব্যাটসম্যানদের আটকাতে বাংলাদেশের কাছে মূল অস্ত্র স্পিনই। অতীতে ঘূর্ণি জাদুতেই ক্যারিবিয়ানদের হারিয়েছিল স্বাগতিকরা। বৃহস্পতিবার শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একই নির্ভরতা নিয়েই মাঠে নামবে মুমিনুল হকের দল।

মঙ্গলবার অনুশীলন শেষে মিরাজও জানালেন, ঢাকায় সিরিজ হার এড়াতে স্পিনারদেরই দায়িত্ব নিতে হবে। মিরপুরে বোলিং আক্রমণে স্পিনত্রয়ীকে নিতে হবে মূল ভূমিকা। ম্যাচ জয়ের মিশন সম্পাদনে তারাই হবেন টাইগারদের ভরসা।

চট্টগ্রামে দুই ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। যার মধ্যে মিরাজই নিয়েছেন ৮ উইকেট। তাইজুল-নাঈম পেয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় টেস্টে দলকে জেতানোর দায়িত্ব নিতে হবে স্পিনারদের।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। এবং আমাদের তিন জনের ওপরে বেশি দায়িত্ব থাকবে। আমরা চেষ্টা করবো ভালো জায়গাতে বল করার জন্য এবং যেন ওদেরকে সহজে না খেলতে দেই।’

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন চোটের কারণে ছিটকে পড়া সাকিবের বাঁহাতি স্পিনের অভাবটা স্পষ্ট ছিল বাংলাদেশের বোলিং আক্রমণে। মিরাজও সেটা স্বীকার করেছেন।

প্রথম টেস্টের শেষ দিনটা খারাপ কেটেছিল বাংলাদেশের। মিরাজের মতো, প্রত্যাশার চেয়েও অনেক ভালো ব্যাটিং করেছেন মেয়ার্স-বনাররা। বাজে দিনের কথা ভুলে ঢাকায় ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তরুণ এ অলরাউন্ডার।

মিরাজ মনে করেন, ‘একটা দিন খারাপ যেতেই পারে ক্রিকেটারদের। হয়ত আমাদের ওই দিনটাই খারাপ ছিল, শেষ দিনটা। ওরা ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে। কিন্তু এখানে প্রত্যাশা অবশ্যই থাকবে, ভালো করার।’

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin