• Homepage
  • >
  • নিউইয়র্ক
  • >
  • নিউ ইয়র্কে গির্জায় হামলা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

নিউ ইয়র্কে গির্জায় হামলা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে একটি গির্জায় এক বন্দুকধারী হামলা চালিয়েছে। পরে পুলিশের গুলিতে ঐ বন্দুকধারী নিহত হয়। তবে গুলি কারো শরীরে লাগেনি। হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে এর আগে সে কয়েক বার সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিলেন। খবর ডয়চেভেলের

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য বোঝা যায়নি। দুই হাতে দুটো আগ্নেয়াস্ত্র উচিয়ে ধরা হামলাকারীর গুলি কারো গায়ে লাগেনি। স্থানীয় সময় রবিবার বিকাল ৪টায় ক্যাথেড্রাল অব সেইন্ট জন দ্য ডিভাইনের সিঁড়িতে ক্রিসমাস কনসার্ট সবে শেষ হওয়ার পর শিল্পী, শ্রোতারা ঘরে ফিরছেন। এমন সময় হঠাত্ কালো জ্যাকেট পরা এক ব্যক্তির চিত্কার ‘আমাকে হত্যা করো’। কয়েক রাউন্ড গুলিও ছোড়েন তিনি। তবে গুলি কারো গায়ে লাগেনি।

এ ঘটনার সময় গোয়েন্দা বিভাগের এক সার্জেন্ট এবং এক জন পুলিশ কর্মকর্তা ছিলেন সেখানে। হামলাকারীকে লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়েন তারা। ‘আমাকে হত্যা করো’ বলে গুলি চালালেও হামলাকারী কাউকে হত্যা করতে চেয়েছিলেন নাকি ফাঁকা গুলি ছুড়েছিলেন তা বোঝা যায়নি। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, ঐ ব্যক্তি অতীতে অনেকবার সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়েছেন। তার সঙ্গে থাকা ব্যাগে গ্যাসোলিনের কনটেইনার, দড়ি, ছুরি আর বাইবেল পাওয়া গেছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin