• Homepage
  • >
  • নিউইয়র্ক
  • >
  • নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বদরুল-মঈনুল প্যানেল। – নিজস্ব ছবি।

আহরার অর্ণব : যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটবাসীর সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের দ্বি-বার্ষিক নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল সবকটি পদে জয়লাভ করেছে। স্থানীয় সময় রবিবার (৫ জুন) নিউইয়র্কের তিনটি এবং নিউজার্সি ও পেনসিলভেনিয়ার একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ১১ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৭১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির সাউন্ডভিউ ব্রডকাস্ট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম।

প্রাপ্ত ফল অনুযায়ী বদরুল-মঈনুল প্যানেলের সভাপতি প্রার্থী বদরুল হোসেন খান ২ হাজার ৬৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাসুদুল হক ছানু পেয়েছেন ৯৮০ ভোট।

বদরুল খান ও মঈনুল ইসলাম

একই প্যানেলের সাধারণ সম্পাদক পদে মঈনুল ইসলাম ২ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২১৪ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে মো. লোকমান হোসেন ২ হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শাহ মিজানুর রহমান পেয়েছেন ৮৮০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মোহামামদ আলিম। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৩৮৬ ভোট। প্রতিদ্বন্দ্বী মিসবাহ উদ্দিন পেয়েছেন ১ হাজার ১ হাজার ১৬৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ইফজাল চৌধুরী ২ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহিদুল হক রাসেল পেয়েছেন ১ হাজার ২৮ ভোট।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যকরী পরিষদের ১৪টি পদে বদরুল-মঈনুল প্যানেলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে কার্যকরী পরিষদের সবকটি পদে জয়লাভ করেছে প্যানেলটি।

ফল ঘোষণার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিদায়ী সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান, বিজিত সভাপতি প্রার্থী মাসুদুল হক ছানু, এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম।

বিজিত সভাপতি প্রার্থী মাসুদুল হক ছানু বলেন, ভোট শেষ। তাই এখন আমাদের সবাইকে জালালাবাদবাসীর উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।

নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান বলেন, অতীতের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বলেন, নির্বাচনে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলোর বাস্তবায়ন করবো। বিজয়ী হওয়ার একশ দিনের মধ্যে নিউইয়র্কের এস্টোরিয়ায় জালালাবাদ ভবন করবো, ইনশাল্লাহ।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে পনির্বাচিতদের নাম প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন-আহমেদ এ. হাকিম, মোশাররফ আলম, সাব্বির হোসেন ও মিনহাজ আহমেদ।

বিনা প্রতিদ্বনদ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি (মৌলভীবাজার) বশির খান, সহ-সভাপতি (হবিগঞ্জ) মো. শফি উদ্দিন তালুকদার, সহ-সভাপতি (সুনামগঞ্জ) মোহাম্মদ শাহীন কামালী, সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ খান, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হোসেন আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মিজানুর রহমান, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) মো. মানিক, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) শামীম আহমেদ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin