নির্বাচনে ‘জোচ্চুরি’ হয়েছে ট্রাম্প সমর্থকরা মনে করে

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। এখনো চলছে গণনা। বেসরকারি ফলাফল মোতাবেক ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন অনেক এগিয়ে। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ পিছিয়া আছেন। পিছিয়ে থাকার কারণে নির্বাচনী ফলাফল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছেন ট্রাম্প ও তার সমর্থকরা।

জানা যায়, বেশ কয়েকটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে ফলাফল স্থগিত, পুর্নগণনা ও ৩ নভেম্বরের পর আসা পোস্টাল ভোট গণনা বাদ দিতে মামলা করেছে ট্রাম্পের রিপাবলিকান প্রচারণা শিবির।

নির্বাচনে এখন পর্যন্ত রেকর্ড ১৫ কোটি ৫৫ লাখ ভোট পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ৮ কোটির কাছাকাছি ভোট পেয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৬০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন। বেসরকারি ফল মোতাবেক তিনি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬টি, ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ৫২ শতাংশ রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন ট্রাম্পেই একমাত্র নির্বাচনে জয়ের আইনী বৈধতা রয়েছে। তাদের মতে, নির্বাচনে জালিয়াতি হয়েছে। ট্রাম্প আসল জয়ী।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও সরব ট্রাম্প সমর্থকরা। নির্বাচনকে ঘিরে বিভিন্ন টুইটে তারা ‘চুরিকরা’, ‘সাজানো’, ‘জালিয়াতিপূর্ণ’ শব্দগুলো ব্যবহার করছেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin