পেলোসি ফের মনোনীত

ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত
ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের স্পিকার হিসেবে ফের মনোনীত হয়েছে ন্যান্সি পেলোসির নাম। বুধবার তাকেই বেছে নেন ডেমাক্রেট আইনপ্রণেতারা। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পেলোসির নির্বাচিত হতে কোনও বাঁধা নেই বলে জানিয়েছে পলিটিকো।

পেলোসি ২০১৯ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে ৫২তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মার্কিন কংগ্রেসের ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি স্পিকার নির্বাচিত হন।

নতুন মেয়াদে স্পিকার মনোনীত হওয়া প্রসঙ্গে পেলোসি বলেন, আমি মার্কিন জনগণ ও কংগ্রেসের আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবারই শেষবারের মতো আমি এই দায়িত্ব গ্রহন করছি।

এবারের প্রতিনীধি পরিষদ নির্বাচনের ৪৩৫টি আসনের মধ্যে ৪২৬টির ফল ঘোষিত হয়েছে। এতে ডেমোক্রেটরা পেয়েছেন ২২১ আসন আর রিপাবলিকানরা ২০৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিলো ২১৮ আসন। ফলে টানা দ্বিতীয়বারের মতো হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ডেমোক্রেটরা।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin