ভারতে ওমিক্রনে আক্রান্ত ১৫২৫, শনাক্ত বেড়েছে ২১ শতাংশ

ছবি: সংগৃহীত

ভারতের করোনা মহামারির প্রভাব আবারও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত ১৫২৫ রোগী শনাক্ত করা হয়েছে। আর গত একদিনে করোনা শনাক্তের হার বেড়েছে ২১ শতাংশ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্র ও দিল্লিতে। গত একদিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৫৩ জনের শরীরে। যা আগের দিনের তুলনায় ২১ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮৪ জন।

আর ওমিক্রনে আক্রান্তদের মধ্যে ৪৬০ জন মহারাষ্ট্রের। দিল্লিতে এ সংখ্যাটা ৩৫১ জন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin