ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: সংগৃহীত
রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: সংগৃহীত

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন যুক্তরাজ্যে মঙ্গলবার থেকে প্রয়োগ শুরু হবে। এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এ ভ্যাকসিন নিতে পারেন বলে জানা গেছে।

জানা যায়, যুক্তরাজ্যে বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। তাই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সেখানকার কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সী লোকজন অন্যদের আগে টিকা পাবেন। সে কারণেই ভ্যাকসিন প্রয়োগ করা হবে রানির দেহে। রাজ পরিবারের অন্যান্য সদস্যরা এখনো সেই সুযোগ পাচ্ছে না।

ব্রিটেনে এখন পর্যন্ত ১৭ লাখ ১০ হাজার ৩৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১ হাজার ১১১ জন ।

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে গত সপ্তাহেই ছাড়পত্র দেয় ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin