• Homepage
  • >
  • নিউইয়র্ক
  • >
  • বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ধর্ষণবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত।

নিউইয়র্ক : বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ধর্ষণবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকের সহযোগী নূরুসহ সংশ্লিষ্টদের গ্রেফতারেরও দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ধর্ষক কোনো দলের নয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। তারা বলেন, ছাত্রলীগ সবসময় অসহায় এবং নিপীড়িত মানুষের পাশে ঢাল হয়ে থাকবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ. জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আলামিন আকন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা রফিকুর রহমান, এম উদ্দিন আলমগীর, শিবলী ছাদেক শিবলু, মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা গণেশ কীর্তনীয়া, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া, বনি, মোহাম্মদ বাবলু প্রমুখ।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হেলাল মিয়া, ফাহিম আহমেদ, সাজ্জাদ রায়হান, মৃদুল করিম, নূর আবির, মাহমুদুল হাসান মেজবা জাবেদ, ইরফান, রাশেদ প্রমুখ। – প্রেস রিলিজ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin