• Homepage
  • >
  • সব খবর
  • >
  • নিউইয়র্কে সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি কানিজ

নিউইয়র্কে সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি কানিজ

কানিজ ফাহমিদা চৈতি। ছবি-সংগৃহীত।

জার্নাল রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে সরকারি আইন কর্মকর্তা সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএডি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানিজ ফাহমিদা চৈতি। মেয়ের এই সাফল্যে দারুণ খুশী তার পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা।

কানিজ ফাহমিদা চৈতির বাবা সুজন মিয়া নিউইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসায়ী। মা সালেহা রত্মা ডেইজি নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের পরিদর্শক ছিলেন। এখন তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। তাদের একমাত্র কন্যা চৈতি। একমাত্র ছেলে সাকিব সাফি পেশায় ইন্টার্ন চিকিৎসক। তাদের বাসা কুইন্সের এলমহার্স্টে।

কানিজ ফাহমিদা চৈতির দাদা বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায়। সিলেট শহরে তাদের বাসা চৌকিদেখি। নানা বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

কানিজ ফাহমিদা চৈতি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে বারুখ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর দুই বছর আগে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। সেই অফিসেই সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি। আগামী বছরের শুরুতে কানিজ ফাহমিদা চৈতি সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসাবে কাজ শুরু করবেন।

মেয়ের এই নিয়োগের প্রতিক্রিয়ায় বাবা সুজন মিয়া বলেন, তার দীর্ঘ প্রবাস জীবনের সকল কষ্ট লাঘব হয়েছে। মা সালেহা রত্না ডেইজিও সন্তানের সাফল্যে খুশীতে আবেগপ্রবণ হয়ে পড়েন।

কানিজ ফাহমিদা চৈতির নিকটাত্মীয় ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রথম আলোর সাংবাদিক মাহবুব রহমান এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কানিজের নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের। প্রতারণা এবং হোয়াইট-কলার অপরাধ বিষয়ে অগাধ আইনী জ্ঞান থাকতে হয় এই জবে। এই সাফল্যে কানিজ ফাহমিদা চৈতি এবং তার বাবা-মাকে অভিনন্দন জানিয়ে মাহবুব রহমান বলেন, মা-বাবার একাগ্রচিত্তের ভালোবাসা ও অধ্যবসায়ের কারণে সন্তানেরা হয়ে ওঠে দেশের রত্ন। কানিজ ফাহমিদা চৈতি এর বড় প্রমাণ।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin