মিয়ানমারে দেখা গেলো ভিন্নধর্মী ‘নীল শার্ট’ বিক্ষোভ

ছবি – সংগৃহীত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধীরা এবার এক ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন। তারা নীল শার্ট পরে চলমান আন্দোলনে আটকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। বুধবার (২১ এপ্রিল) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির উইন টিন নামের এক গণতন্ত্রপন্থী একটিভিস্ট আগের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ১৯ বছর জেল খেটেছিলেন। পরে মুক্তির পর ২০১৪ সালে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে আমৃত্যু নীল শার্ট পরেছেন। বুধবারের কর্মসূচির মাধ্যমে বর্তমান রাজনৈতিক বন্দিদের মুক্ত করার দাবির পাশাপাশি উইন টিনকেও স্মরণ করেছেন আন্দোলনকারীরা।

প্রতিবেদনে বলা হয়, মানুষ নীল শার্ট গায়ে হাতে একজন করে বন্দির নাম লিখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বিক্ষোভের নেতা আই থিনজার মাউং ফেসবুকে লিখেছেন, দয়া করে মুখ খুলুন এবং জান্তা সরকারের অধীনে অন্যায়ভাবে আটক হওয়া সকল ব্যক্তির মুক্তি দাবি করুন।

দ্য এসিসটেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, চলমান বিক্ষোভে জান্তা বাহিনীর হাতে অন্তত ৭৩৮ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া তিন হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আরো ২০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তারা আত্মগোপনে রয়েছেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin