২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেক কমাতে চান বাইডেন

জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন অর্ধেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে পারেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনকে সামনে রেখে বাইডেন এ পরিকল্পনা করছেন। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র নির্গমন কমানোর যে ঘোষণা দিয়েছিল, তার চেয়ে বাইডেন কার্বন নির্গমন প্রায় দ্বিগুণ কমাতে যাচ্ছেন। এদিকে জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ১০১ নোবেল পুরস্কার বিজয়ী। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের ক্ষমতাধর নেতাদের ভার্চুয়াল সম্মেলনের প্রাক্কালে এক খোলা চিঠিতে এই পরিষ্কার এই বার্তা দিলেন তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশগুলো একমত হয়েছে যে, তারা কার্বন নির্গমন ৫৫ শতাংশ কমাবে। পার্লামেন্ট ৬০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin