• Homepage
  • >
  • সব খবর
  • >
  • জালালাবাদের সাধারণ সভার শুরুতে হট্টগোল : মইনুলকে চূড়ান্ত অব্যাহতি

জালালাবাদের সাধারণ সভার শুরুতে হট্টগোল : মইনুলকে চূড়ান্ত অব্যাহতি

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা।

জার্নাল রিপোর্ট : গঠনতন্ত্র লঙ্ঘন এবং তহবিল তছরুপসহ নানান অভিযোগে প্রবাসে সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সভায় মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক পদ থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১১ জুন রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত পূর্ব নির্ধারিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৫ জুন রোববার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে সাধারণ সভার শুরুতে তুমুল হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়। মইনুল ইসলাম ও তার সমর্থকেরা সাধারণ সভায় উপস্থিত থাকলেও হট্টগোলের কারণে নিরাপত্তা কর্মীরা তাদের বের করে দেন।
গত ১২ ফেব্রুয়ারি রোববার কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের এক যৌথসভায় মইনুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। কার্যতঃ মইনুল ইসলামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই সাধারণ সভা আহ্বান করা হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় সাধারণ সভায় কমপক্ষে ২০ জন সদস্য বিবিধ বিষয় উত্থাপন করেন। শেষের দিকে মইনুল ইসলামকে অব্যাহতির প্রসঙ্গ উত্থাপিত হয়। তবে প্রত্যেক সদস্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সবার বক্তব্য শেষে সভাপতি বদরুল হোসেন খান মইনুল ইসলামকে চূড়ান্ত অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মইনুল ইসলাম তার কর্মকাণ্ডের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। জালালাবাদবাসীকে অসম্মান করেছেন।
সভায় মইনুল ইসলামকে চূড়ান্ত অব্যাহতির প্রস্তাব উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরে তাদের মতামত জানতে চান। উপস্থিত বেশিরভাগ সদস্য এ ব্যাপারে চূড়ান্ত অব্যাহতির পক্ষে মত দেন। পরে সাধারণ সভার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান সভাপতি বদরুল হোসেন খান।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আজমল হোসেন কুনু, গৌস খান, মকুল রহিম চুনই, জুনেদ খান, মস্তফা কামাল, মিসবা মজিদ, কাওসারুজ্জামান কয়েস, রানা ফেরদৌস চৌধুরী, বদরুন নাহার খান মিতা, আতাউর রহমান সেলিম, আব্দুল হাছিব মামুন, মাসুদুল হক ছানু, নাজমুল হক মাহবুব, ফকির ইলিয়াস, ফখরুল ইসলাম দেলোয়ার, আতিকুল হক আহাদ, সাইকুল ইসলাম, মিজানুর রহমান মিজান প্রমুখ।

এদিকে সাধারণ সভার শুরু থেকে কুইন্স প্যালেসের সামনে উত্তেজনা বিরাজ করতে থাকে। অনাকাক্সিক্ষত পরিস্থিতির আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী। সবাইকে তল্লাশী করে সভাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ নিয়ে কিছু সদস্য ক্ষোভ প্রকাশ করেন।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin