ট্রাম্প কার্ড বাইডেনের অবশেষে জর্জিয়াই হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের চূড়ান্ত নিশ্চয়তা শেষ পর্যন্ত জর্জিয়া থেকেই আসছে বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে ধরা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে কম সংখ্যক ভোট গণনা বাকী রয়েছে জর্জিয়ায়।

মার্কিন নির্বাচনের সব শেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অবশিষ্ট পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে বাইডেন। তবে ওই পাঁচটি রাজ্যের মধ্যে জর্জিয়ায় সবচেয়ে কম সংখ্যক ভোট গণনা বাকী রয়েছে।

দ্য গার্ডিয়ানের তথ্য মতে, জর্জিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৯৮ টি ভোটে এগিয়ে আছে বাইডেন। আর এখানে মাত্র ১ শতাংশের কম অর্থাৎ ৫০ হাজারের মতো ভোট গণনা বাকী রয়েছে। এছাড়া পেনসিলভেনিয়ায় ২ শতাংশ অর্থাৎ দেড় লাখ ভোট গণনা বাকী রয়েছে। নর্থ ক্যরোলিনায় বাকী রয়েছে ৬ শতাংশ অর্থাৎ সাড়ে তিন লাখ। নেভাদায় ১৬ শতাংশ মানে প্রায় আড়াই লাখ ভোট গণনা বাকী রয়েছে। আর আলাস্কায় রাজ্যের প্রায় ৫০ শতাংশ অর্থাৎ ২ লাখ ভোট গণনা বাকী রয়েছে।

বিশ্লেষকরা বলছে, সময়ের ব্যবধানে জর্জিয়ায় ভোটের সংখ্যা বেড়েই চলছে বাইডেনের। আর জর্জিয়ায় রয়েছে ১৬ ইলেকটোরাল ভোট। বর্তমানে বাইডেনের সংগ্রহে রয়েছে ২৬৪ ইলেকটোরাল ভোট। যেখানে মার্কিন প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০।

ফলে অনেকের ধারণা, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। যদিও এ ফল মেনে নিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin