• Homepage
  • >
  • সব খবর
  • >
  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি রাকিবুল। ছবি-সংগৃহীত।

জার্নাল রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে স্থানীয় সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। চার বছর আগে মা-বাবা-ভাইয়ের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসা রাকিবুলের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা

জানা গেছে, চাচা মোহাম্মদ হানিফের টয়োটা প্রিয়াস গাড়ি চালাতেন রাকিবুল। শিফট শেষে বেল্টপার্কওয়ে ধরে বাসায় ফেরার সময় ফ্ল্যাটবুশ অ্যাভিনিউর কাছে পামবিচ এলাকা অতিক্রমকালে দ্রুতগামী একটি গাড়ি তার গাড়িকে প্রচন্ড বেগে আঘাত করে। প্রায় একইসময় অন্য পথ দিয়ে আসা সিআরভি হোন্ডাও রাকিবুলের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং রাকিবুলের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

সংবাদ পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স এবং পুলিশ ঘটনাস্থলে এসে মারাত্মক আহত অবস্থায় রাকিবুলকে ব্রুকলিনের এনওয়াইইউ ল্যাঙ্গন হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন হোন্ডা সিআরভির ৩৫ বছর বয়সী নারী ড্রাইভার এবং বিএমডব্লিউর ২৩ বছর বয়সী যুবক ড্রাইভার। এজন্য তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ লিপিবদ্ধ করা না হলেও পুলিশ জানিয়েছে যে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

রাকিবুল আমেরিকার স্বপ্ন পূরণের জন্য হাইস্কুল ডিপ্লোমার জন্য জিইডি প্রোগামে ভর্তি হয়েছিলেন। নিজের এবং পরিবারের খরচ সংগ্রহের জন্যে একইসাথে উবার চালাতেন বলে তার চাচা পুলিশকে জানিয়েছেন। তার অকাল মৃত্যুতে গোটা পরিবারই শুধু নয় প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এনেছে।

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
  • linkedin